মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ১এপ্রিল বিকেল ৫ টা থেকে রাত ১২টা পর্যন্ত অভিযান চলমান রয়েছে। অভিযান চালিয়েছেনদুদক সম্মিলিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন ও রতন কুমার পালের নেতৃত্বে কর্মকর্তাগণ। দীর্ঘ সড়ে ছয় ঘন্টার এই অভিযানে সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী শ্যামল বড়ুয়া ও দুর্জয় কান্তি পালের ড্রয়ার থেকে নগদ ৪ লক্ষ ৪৯ হাজার ৫৫০ টাকা এবং অবৈধ ভাবে টাকা নেওয়ার টোকেন সহ উদ্ধার করা হয়েছে। এই অভিযান চলা কালে অফিস সহকারী শ্যামল বড়ুয়া পালিয়ে যান বলে নিশ্চিত করেন দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন। সাংবাদিকদের এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন বলেন- আমাদের অভিযানে নগদ সাড়ে চার লক্ষ টাকা উদ্ধার হয়েছে এবং রাত ১২ টার সময় সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে আরও বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে বলে নিশ্চিত করেন। টাকা গুলো গণনা হচ্ছে বলে জানিয়েছেন। এখনো অভিযান চলমান রয়েছে। দীর্ঘ এই অভিযানে কোন সাংবাদিকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং দুদক কর্মকর্তাদের আচরণ রহস্যজনক বলে মন্তব্য করেছেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক দুইবারের সভাপতি সাংবাদিক নেতা আব্দুল মজিদ।
####