চকরিয়া কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়া থানার বিশেষ অভিযানে ৬,৮১৫ (ছয় হাজার আটশত পনের) পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামীর নিকট হইতে ইয়াবা বিক্রির নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় চকরিয়া থানাধীন পৌর বাস টার্মিনাল সংলগ্ন এস এ পরিবহন নামীয় কুরিয়ার সার্ভিসের অফিস কক্ষে অভিযান পরিচালনা করে ইলেক্ট্রিকের বাল্বের প্যাকেটে অভিনব কৌশলে মাদকদ্রব্য ইয়াবা পাচারকালে নূর মোহাম্মদ (২৬) নামীয় একজন আসামীকে গ্রেফতার করে চকরিয়া থানা পুলিশ। এসময় তার হেফাজতে থাকা ৬৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। চকরিয়া থানার এস আই আবু সায়েমের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ টিম উক্ত অভিযান পরিচালনা করেন বলে নিশ্চিত করেন চকরিয়া থানার অফিসার ইনচার্য শাকের মোহাম্মদ যুবায়ের। ধৃত আসামী নূর মোহাম্মদ (২৬) চকরিয়া থানাধীন সাহারবিল ইউনিয়নের রামপুর গ্রামের ইজ্জত আলীর পুত্র।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
#######