মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে চকরিয়া উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়ন এর সদস্যদের নিয়ে গত ২০ এপ্রিল ২০২১ রাতে দুবাইস্থ ব্রেকফাস্ট রেস্টু হলে মাহে রামজান উপলক্ষে সাহারীর আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ এহেসান চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিন এনাম, সংগঠনের আজমানের সভাপতি এস,এম ফরহাদ, শারজার সভাপতি মোহাম্মদ ইয়াসিন, দুবাইয়ের উপদেষ্টা মোহাম্মদ সোলেমান, দুবাইর সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাহামদুল করিম সোহেল, সহসভাপতি আবদুর রাজ্জাক, সাধারন সম্পাদক মুহাম্মদ সোহেল সহ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা অতিথিগন।