দুইশ গরিব ও অসহায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আগামীর চেয়ারম্যান প্রার্থী শেখ এইচ এম আহসান উল্লাহ।
২১ এপ্রিল বুধবার সকালে লামা উপজেলার ফাইতং এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি।
ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আগামীর চেয়ারম্যান প্রার্থী শেখ এইচ এম আহসান উল্লাহ বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে অসহায় কর্মহীন হয়ে পড়া ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সাবান, সবজি, খেজুর, চিনি ইত্যাদি বিতরণ করেছি।
তিনি আরো বলেন, লোকলজ্জার ভয়ে যারা না খেয়ে থাকবে, কিন্তু অন্যের সহযোগিতা চাইবে না, পর্যায়ক্রমে এমন কিছু পরিবারের বাসায় বাসায় গোপনে খাদ্য সামগ্রী পৌঁছে দেব ইনশাআল্লাহ্। আমি পরিচিতদের মাধ্যমে অসহায় পরিবার খুঁজে বের করি এবং খাদ্য সামগ্রী দিয়ে আসি। খুব দ্রুত দিনমজুর ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য সহায়তা দেয়ার কার্যক্রম শুরু করব।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।