নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় অসহায় ছিন্নমুল ও দুস্থ মানুষের মাঝে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশনায় সেহেরি ও মাস্ক বিতরণ করা হয়।
রবিবার (২৫এপ্রিল) মধ্যরাতে শহরের বিভিন্ন জায়গায় ব্যাক্তিগত উদ্যােগে সেহেরি ও মাস্ক সামগ্রী বিতরণ করেন চকরিয়া পৌর ছাত্রলীগ নেতা হাসিবু্ল হাসান নয়ন।
হাসিবু্ল হাসান নয়ন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের দিক-নির্দেশনায় পবিত্র রমযান মাসব্যাপী প্রতিদিনের মত অসহায়, ভাসমান, শ্রমজীবী মানুষদের জন্য ইফতার ও সেহেরী বিতরণের কর্মসুচির অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে ছিন্নমূল, কর্মহীন, খেটে-খাওয়া মানুষের মাঝে সেহেরি ও মাস্ক বিতরণ করেছি। আমাদের এই কাজ সর্বমহলের ব্যপক প্রশংসা কুঁড়িয়েছে। আমাদের এই কাজ ভবিষ্যতেও চলমান থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন পৌরসভা ২নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম তুষার, ছাত্রলীগ নেতা নাইম, মইন, তুষার, অন্তর প্রমুখ।