মনসুর মহসিন চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধিঃ
অভাবের সংসার। শখ পূরণের তৌফিক নেই। তাই সন্তান প্রসবের পরপরই ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের বিনিময়ে বিক্রি করে দিলো খোদ মা! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কক্সবাজারের চকরিয়ায়। উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কাটাখালী এলাকার আব্দুল খালেকের স্ত্রী জান্নাত আরা বেগম। ২৬ এপ্রিল সকালে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একটি ফুটফুটে সন্তান প্রসব করেন তিনি। পরে মাত্র ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের বিনিময়ে শিশু সন্তানকে বিক্রি করে দেন। ঘটনা জানাজানি হলে সবাই দোষারোপ করবে তাই তৈরী করে ভিন্ন কাহিনী। সন্তান চুরি হয়ে গেছে বলে অভিনয় শুরু করেন মা জান্নাত। শুক্রবার রাতে এ বিষয়ে চকরিয়া থানায় একটি অভিযোগও করেন। চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করে আসল ঘটনা উদঘাটন করে। ইত্যবসরে মিনু কেনা নবজাতককে চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। জানা গেছে, ডুলাহাজারা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্মের পর ওই রাতেই স্থানীয় শাহাব উদ্দিনের স্ত্রী মিনু আরার মাধ্যমে ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের বিনিময়ে খুটাখালীর এক ব্যক্তির কাছে নবজাতককে বিক্রি করে দেন জান্নাত আরা বেগম।ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন জানান, শিশুটিকে চুরি করা হয়নি। ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের লোভে মিনু আরার কাছে বিক্রি করে দিয়েছে মা জান্নাত আরা। পরে মিনু আরা শিশুটিকে ৬০ হাজার টাকায় অন্য একজনের কাছে বিক্রি করে দিতে চাইলে কথা কাটাকাটির জেরে মিনু আরার বিরুদ্ধে সন্তান চুরির অভিযোগ করেন জান্নাত আরা।চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, শিশুটিকে চুরি করা হয়েছে বলে থানায় অভিযোগ করে মা। এ ঘটনা জানতে পেরে যারা কিনেছিল তারাই নবজাতককে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। চেয়ারম্যান শনিবার বিকেলে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করে।##