মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়ায় এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির নিজস্ব কার্যালয়ে সোমবার বিকালে ক্লাবের ৫০তম ডিনার মিটিংয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে “হীরকজয়ন্তী” উৎযাপন করা হয়।
এপেক্সিয়ান এমএমএইচ ইয়াসির আরাফাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আবুল মনসুর মোঃ মহসিন, সেক্রেটারি এপেক্সিয়ান এড.সালাউদ্দিন কাদের, ট্রেজারার এপে. শারমিন জন্নাত ফেন্সি, সার্ভিস ডিরেক্টর এপে. সজরুন্নাহার বুলু, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. মিজানুর রহমান, সার্জেন্ট এন্ড আর্মস এপে.মোঃ আবদুল্লাহ, ফ্লোর মেম্বার এপে.উর্মি সিকদার, এপে.বাহার উদ্দিন রায়হান, এপে.আরমান মাহমুদ, এপে.ইসমাঈল মানিক, এপে.সাঈদ মোস্তাকিম সিফাত, এপে.নুরী জান্নাত জিনিয়া, এপে.তনিমা কবির, এপে.আবদুল করিম বিটু, এপেে.এরশাদ সিকদার, মুছা বিপ্লব, রোজিনা আক্তার, আদনান রাফি, জুলফিকার আলি ভুট্টো, আবু তৈয়ব আজাদ ও তাফসিরুল ইসলাম চৌধুরী প্রমূখ।
এপেক্স ক্লাব অব চকরিয়া সিটি’র ৫০ তম ডিনার মিটিংয়ে উপস্থিত সকল কে আসন্ন ঈদুল আজহার শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান এমএমএইচ ইয়াসির আরাফাত চৌধুরী।