মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কক্সবাজার জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা রেজাউল করিমের ব্যবস্থাপনায় ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক কলিম উল্লাহ কলির সার্বিক তত্ত্বাবধানে ২০ জুলাই বিকালে ডুলাহাজারায় দুই শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মফজল আহমদ সওদাগরের দৌহিত্র সাবেক ছাত্রনেতা ও তরুণ আওয়ামী লীগ নেতা মোঃ কলিম উল্লাহ কলি জানান, বঙ্গবন্ধুর খুব প্রিয়ভাজন ছিলেন আমার মরহুম দাদা, ওনি ডুলাহাজারাবাসীকে অত্যান্ত ভালো বাসতেন। তিনি তিনবার এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তাঁর অকাল মৃত্যুর পরেই এই ইউনিয়নের হাল ধরেন আমার বড় আব্বা মরহুম আলহাজ্ব কামাল হোছাইন চেয়ারম্যান। তিনিও অত্যান্ত জনপ্রিয়তায় এই ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান ছিলেন। এই এলাকার মানুষের সাথে আমাদের পরিবারের নিবিড় সম্পর্ক যুগ-যুগান্তর ধরেই বিদ্যমান রয়েছে। আমার মরহুম পিতা আলহাজ্ব জামাল হোছাইন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।
আমিও আমার পরিবারের উত্তরসূরীদের পথ অনুসরণ করে এই এলাকার জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাবো ইনশাআল্লাহ।
এসময় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোছাইন চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ফরিদুল হক সহ ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।