রাসেল হোছাইন, চট্টগ্রামঃ
হালিশহর থানাধীন মধ্যেম রামপুর নয়াবাজার হিন্দু পাড়ার মোড় সানাউল্লাহ এর মরিচের মিলের পাশে
প্রবাসী স্বামী জাহাঙ্গীর হোসেন(৩৮) পারিবারিক কলহের জেরে স্ত্রী রেহেনা বেগমকে (৩০) কে একটি ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে।
২০ জুলাই বিকেল সাড়ে ৫টায় ঘটেছে এ ঘটনা।
স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় মহিলাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন একজন প্রবাসী। দীর্ঘ বৎসর প্রবাসে থাকলেও স্ত্রীকে ভরণপোষণ ঠিক মতো দিত না। উল্টো আরো অশ্লীল ভাষা ব্যবহার করতেন। পরে স্বামী দেশে এলে স্ত্রীর বিভিন্ন দোষত্রুটি খুঁজতে থাকে। স্ত্রীর ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করে, স্ত্রীর পরিবারের সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার কথা বললে স্ত্রী রেহেনা বেগম তা মেনে না নেওয়ায়, তাকে তালাক দেওয়ার সিন্ধান্ত নেন স্বামী জাহাঙ্গীর হোসেন।
এনিয়ে কথা-কাটাকাটি হলে রেহেনা বেগম আলাদা ভাড়া বাসায় থাকেন।
পরে স্বামী জাহাঙ্গীর হোসেন স্ত্রী রেহেনা বেগম কে একসাথে সংসার করার জন্য অনুরোধ করে।এদিকে রেহেনা বেগম তার সাথে সংসার করতে নারাজ। তৃতীয় এক ব্যক্তির বাসায় পারিবারিক কলহ সমাধানের বৈঠকের কথার নাম করে স্ত্রীকে বাসা থেকে বের করে অর্ধেক পথ গেলেও বিচারক জাকিরের বাসায় যেতে রাজি না-হওয়ায় ক্ষিপ্ত হয়ে পাষণ্ড স্বামী জাহাঙ্গীর হোসেন তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে।
হালিশহর থানার এসআই মুবিনুল ইসলাম সুমন খুনি জাহাঙ্গীর কে গ্রেফতার করে।
কুখ্যাত খুনি জাহাঙ্গীর হোসেন বাঘেরহাট জেলার মোংলা থানার কেওড়াতলা গ্রামের মোঃ আলমগীরের পুত্র এবং নিহত রেহেনা বেগমের বাড়ি নোয়াখালী বলে জানা যায়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আসামি কে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।