মনসুর মহসিন,চকরিয়া,কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সরওয়ার কামালকে গুলি করে নৃশংস ভাবে হত্যার প্রধান আসামী আজিজুল হক সুমনকে(৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার।গ্রেপ্তার আজিজুল হক সুমন চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের বুড়ি পুকুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।গত ১৯ সেপ্টেম্বর রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় সরওয়ার কামালকে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ ইউসুফ (৩৯) বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর চকরিয়া থানায় আজিজুল হক সুমন ও মোঃ ইউসুফ (৪৮) নামের দুইজনকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।##