মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
চকরিয়া প্রবাসী ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ চকরিয়ায় শুভাগমন উপলক্ষে “সংবর্ধনা অনুষ্ঠান” স্থানীয় রেড চিলি রেস্টুরেন্টের কনভেনশন হলে সোমবার রাত আটটায় অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মৌলানা মোহাম্মদ ইসা’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম মিনার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম মিনার চৌধুরী বিমান বন্দরে প্রবাসীদের হয়রানি মূলক অযাচিত ব্যাগ তল্লাশির প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা প্রবাসে ঘামঝরা পরিশ্রম করে দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে অবদান রেখে যাচ্ছি। আমরা যখন দেশে আসি, তখন ছেলে মেয়ে ও মা বোনদের ব্যবহারের জন্য কিছু দ্রব্যাদি আনবার ক্ষেত্রে বিমান বন্দরে ইমিগ্রেশনের সময় যথেষ্ট হয়রানির শিকার হতে হয়। তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে হয়রানি বন্ধের আবেদন জানান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হাফেজ মোহাম্মদ ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম খোকন, শারজাহ শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় মনিটরিং কমিটির সহকারী মুখপাত্র মোহাম্মদ কাইয়ুম উদ্দিন, দুবাই দক্ষিণ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হক ও কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন ইসহাক এর প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে প্রায় শতাধিক প্রবাসী নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।