চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবকের হাত থেকে আংগুল বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে ২৮ এপ্রিল দিবাগত রাতে পৌরসভা ৭ নং ওয়ার্ড পালাকাটা স্কুল স্টেশনের সামনে।
এ ঘটনায় আহত যুবক শওকতুল ইসলাম সুমন বাদী হয়ে পৌরসভা ৭ নং ওয়ার্ড ঈমাম উদ্দিন পাড়া গ্রামের কামাল উদ্দিনের পূত্র মোঃ হারুনকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ পূর্বক চকরিয়া থানায় জিআর ৫০৪১/২২ মামলা রুজু করেন।
মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন, আসামীরা পূর্ব শত্রুুতার আক্রোশে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী ভাবে জনতাবদ্ধে পথরোধ করে বাদীকে একা পেয়ে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে একটি আংগুল হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। বাদীর শোর চিৎকারে পথচারীরা আহত সুমনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, মারামারির ঘটনায় মামলা হয়েছে, অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।