চকরিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বেআইনি জবরদখল প্রচেষ্টা চালাচ্ছে প্রভাবশালী লোকজন। প্রতিবাদ করায় উল্টো হামলা-মামলার হুমকি দিচ্ছে। এমনই অভিযোগ করেন ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজ পাড়া এলাকার বাসিন্দা মরহুম আবদুচ্ছমদের পুত্র ছৈয়দ মাজহারুল আনোয়ার (৪৩)। তিনি দাঙ্গা-হাঙ্গামা, খুনখারাবির আশঙ্কায়, এর থেকে নিরাপত্তা চেয়ে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা গেছে, ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবীল মৌজার বিএস ৫ ও ৭নং খতিয়ানভুক্ত, নামজারী জমাভাগ ১৩৭ নং খতিয়ানের বিএস ২৩৬, ২৩৭ দাগের ২০ শতক জমির প্রকৃত মালিক ছৈয়দ মাজহারুল আনোয়ার। তিনি খরিদা ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত এ জমি দীর্ঘ সময় ধরে ভোগদখল পূর্বক সনসন খাজানা পরিশোধ করে আসছে। পক্ষান্তরে ডুলাহাজারা ৭নং ওয়ার্ড পাগলিরবীলের বাসিন্দা অজিউল্লাহর পুত্র আবু ছৈয়দ (৫৫) ও মুবিনুল হক (৪৮) লােভের বশবর্তী হয়ে ছৈয়দ মাজহারুল আনোয়ার মালিকানাধীন ভােগ দখলীয় এ জমি থেকে চিরতরে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। ঘটনার দিন গত ১০ জানুয়ারী সকাল সাড়ে ৮টার দিকে তপশীলভুক্ত এ জমি থেকে বিভিন্ন প্রজাতির ৩-৪টি গাছ কেটে নিয়ে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি সাধন করে। এমনকি বিবাদীদের বসত ঘরের চলাচল পথ বন্ধ করে ছৈয়দ মাজহারুল আনোয়ারের জমির উপর দিয়ে যাতায়াত করছে। এ বিষয়ে প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষুদ্ধ হয়ে জমির মালিক সৈয়দ মাজহারুল আনোয়ারকে অশ্লীল ভাষায় গালি-গালাজ পূর্বক মারবে কাটবে বলে জানমালের উপর চরম হুমকি প্রদর্শন করে। এমনকি এলাকার প্রভাবশালী নেতা গোচর দিয়ে তাকে হামলা চালিয়ে তার জমি থেকে চিরতরে উচ্ছেদ করবে বলে জানায়। এমতাবস্থায় সৈয়দ মাজহারুল আনোয়ারের নিজস্ব এ জমির সংস্কার করতে গেলে প্রতিপক্ষরা দাঙ্গা-হাঙ্গামা, খুন-খারাবির ঘটনা ঘটাতে পারে। জমির মালিক সৈয়দ মাজহারুল আনোয়ার স্বপরিবারে চট্টগ্রামে অবস্থান করায়, তার অবর্তমানে উক্ত যায়গা দখলে নিতে মরিয়া ভাবে চেষ্টা করছে, এমনই আশঙ্কায় বিবাদী গনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।