মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজায় বসবাসরত চকরিয়া উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন চকরিয়া প্রবাসী ইউনিয়ন এর মতবিনিময় সভা ও ইফতার মাহাফিন অনুষ্ঠিত হয়েছে। গত জুমাবার বিকেলে সারজাস্থ একটি রেস্টুরেন্টের হল রোমে মোঃ ইয়াছিন আরাফাত সি,টি,জি সভাপতিত্বে ও মুহাম্মদ তারেকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ এহেসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান বিন এনাম ও সংগঠনের দুবাইয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা জনাব মোহাম্মদ শহীদুল্লাহ বেনু।
পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে সভার কার্য্যক্রম শুরু হ্য। এতে বক্তব্য রাখেন সর্বজনাব দুবাইয়ের উপদেষ্টা মহাম্মদ সোলেমান, সহসভাপতি আবদুর রাজ্জাক, সম্পাদক মোহাম্মদ সোহেল, আজমানের সি,সহসভাপতি শহিদুল ইসলাম দরবেশী, ভারপ্রাপ্ত সম্পাদক মীরকাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উম্মুল কুয়াইনের সি,সহসভাপতি ফরিদুল আলম, শারজার সিঃসহ সভাপতি আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ মোঃইব্রাহীম, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরহান উদ্দিন সহ আরো অনেকে।
সভায় নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ এহেসান চৌধুরী ও সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান বিন এনাম কে বরন করে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধিত করা হয়।
অনুষ্টান শেষে আগত সকল অতিথিগণকে ইফতার করানো হয়।