মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
২৫ এপ্রিল২০২১ইং চকরিয়া প্রবাসী ইউনিয়ন-শারাজার কমিঠির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মোহাম্মদ মানকির আলমের নিজ অর্থায়নে ৩২০ পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি কৈয়ারবিল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হত-দরিদ্র, অসহায় গরিব, এতিম ও শ্রমজীবীদের মাঝে তিনি নিজে উপস্থিত থেকে ইহা বিতরণ করেন।
এসময় উপস্থির ছিলেন চকরিয়া প্রবাসী ইউনিয়নে উপদেষ্টা সর্বজনাব অধ্যাপক জুবাইদুল হক, উম্মুল কুইয়াইন কমিটির উপদেষ্টা মোঃ জাকারিয়া, সভাপতি জনাব মিজানুল হক, আজমান কমিটির উপদেষ্টা মোঃ কাশেম উদ্দিন, সম্পাদক ফোরকান উদ্দিন মাহামুদ, সিনিয়র সদস্য তানবীর আহামদ সহ আরে অনেকে।