মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
চকরিয়া উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি শহিদুল ইসলাম শহিদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির ভাইয়ের নির্দেশনায় ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে মাস্ক ও ইফতার বিতরণ।
ফাঁসিয়া খালী ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান লিটন ও সাধারণ সম্পাদক নাঈমুল সিকদারে নেতৃত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা, মো: এহেছান, নজরুল, মিজান, সাদ্দাম, সাত্তর, জায়েদ, বোরহান, শুক্কুর, হালিম, সাদেক, ছোটন, জাকের, মিজবা, জিয়াবুল, কামাল, নয়ন, আজিজ, সালা উদ্দিন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সালা উদ্দিন সিকদার,, উপজেলা ছাত্রলীগ নেতা শামিম, মিরকাশেম, নয়ন, সাইমন অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকল সংকটে,সংশয়ে সর্বাত্নক আপনাদের পাশে থাকবে ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগ।