বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজারের চকরিয়া বদরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পশ্চিম নতুন ঘোনা পাড়ায় এক নিরীহ পরিবারের উপর প্রতিবেশী রুহুল কাদের বহিরাগত সন্ত্রাসী লোক দিয়ে হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
এ ঘটনায় বাবুল সওদাগর বাদী হয়ে গত ২১ মে চকরিয়া থানায় লিখিত এজাহার দ্বায়ের করেন।
অভিযোগে জানা যায়,বাদীর পশ্চিম নতুন ঘোনা পাড়াস্থ বসতঘরে গত ২১ মে সন্ধ্যা ৭টার দিকে বাদীর অনুপস্থিতির সুযোগে স্হানীয়
রুহুল কাদেরের পূত্র মোঃ রুবেলের নেতৃত্বে তার পিতা রুহুল কাদের ও মা পাখি বেগম দলবল সহ বাদীর পুত্র মোঃ রাকিবের নিকট রক্ষিত পিতার ব্যবসার ১ লক্ষ ৩০ হাজার টাকা লুটসহ বসতঘরে অনুপ্রবেশ করে বসতবাড়ি ভাংচুর ও হামলা চালিয়ে মোঃ রাকিব সহ বেশ কয়েকজনকে আহত করে টেংরা ঝলি ভেঙে নগদ টাকা সহ ২লক্ষ ৫০ হাজার টাকার অধিক ক্ষতি সাধন করে।
আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বাদী মোঃ বাবুল সওদাগর অভিযোগের সুরে বলেন-প্রতিপক্ষ রুহুল কাদেরের স্ত্রী পাখি বেগম একজন চিন্হিত মাদক কারবারী।সে তার ছেলে মোঃ রুবেলকে নিয়ে ইয়াবা,মদ,গাঁজা বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমার অনুপস্থিতির সুযোগে হামলা চালিয়ে
মারধর করে আমার ব্যবসার মূলধন ১লক্ষ ৩০ হাজার টাকা লুটে নিয়ে আমাকে দিশেহারা অবস্থায় ফেলে দিয়েছে। গত ২ মে আসামীরা চলাচলের পথে ঘর নির্মাণ করলে আমি থানায় অভিযোগ করি, এতে আসামীগণ ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই মাদক কারবারী পরিবার থেকে মুক্তি পেতে আইন শৃঙ্খলা বাহিনী সহ উর্ধতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে বিবাদী পক্ষের লোকজন জানান,কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তারা জানে না।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সাকের মোঃ যুবায়ের বলেন- চলাচলের পথ বন্ধ করা আইনত দন্ডনীয় অপরাধ।বাদীর একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তদন্তপূর্বক আসামি দের বিরুদ্ধে আইনী ব্যবস্হা নেওয়া হচ্ছে।