বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভা ৬ নং ওয়ার্ড ভরামুহুরী মৌলভী দরবেশআলী পাড়ায় প্রতিবেশী দখলবাজ বশির আহমদ গং এর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে মোঃ শফির পরিবার। প্রতিবেশী বশির আহমদ গায়ের জোরে জায়গা দখল করে রাস্তা তৈরির পায়তারা করছে বলে জানা যায়।
এই বিষয়ে ভুক্তভোগী মোঃ শফি বাদী হয়ে গত ১৩ এপ্রিল চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়,বাদীর ভরামুহুরীস্হ বসতঘরের সামনে জায়গা দখল করার উদ্দেশ্যে গত ১৩ এপ্রিল সকাল ৯টার দিকে স্হানীয় মৃত রববত আলীর পূত্র বশির আহমদের নেতৃত্বে তার সহোদর ফরুখ আহমদ, এনামুল হক ও মৃত আবদুল বারির পূত্র মাসুক আহমদ অন্যায়ভাবে বসতবাড়ি ভিটায় মাটি ভরাট করা শুরু করে। বাঁধা দিলে বিবাদীগণের সাথে কথা কাটাকাটি হলে বিবাদীগণ মারিবে,কাটিবে বলে হুমকি প্রদর্শন করেছে প্রতিনিয়ত।
ইউএনও মহোদয় অভিযোগ টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসি চকরিয়া থানাকে নির্দেশ দেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাকের মোঃ যুবায়ের বলেন- ইউএনও মহোদয়ের নির্দেশনা মতো অভিযোগের তদন্তের জন্য একজন অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক আইনী ব্যবস্হা নেওয়া হচ্ছে।
ভুক্তভোগী শফির ছেলে সাইফুল ইসলাম বলেন, এই বিরোধীয় বিষয়ের সুষ্টু বিচার করে দেওয়ার জন্য এলাকার সর্দার মাশুক আহমেদের কছে বারবার দাবি জানানো হলেও, ওনি বরাবরের মতো বিচার করে দেওয়ার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকে। বৃষ্টির সময় যখন মাটি ফেলতেছে তখন আমরা বাধা দিই। দখলকারীদের সাথে মাশুক সর্দার সহ এসে আমাদেরকে মারধর করার হুমকি দেই,আমরা যখন ওনার দেওয়া কথা তুলে ধরি (ফয়সলা করে দেওয়ার বিষয়ে) তখন ওনি অস্বীকার করেন। এভাবেই বছরের পর বছর জুলুম করে অপরাধীদের আস্কারা দিয়ে যাচ্ছেন মাশুক সর্দার।