ক্যসাই উ মার্মা
রুমা উপজেলা প্রতিনিধি,(রুমা বান্দরবান)
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপির নির্দেশনায় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ক্যশৈহ্লা মার্মা রোয়াংছড়ি উপজেলার ২নং তারাছা ইউনিয়নের মুরুগো বাজারে ইউনিয়নের চেয়ারম্যান উথোয়াইচিং মার্মার সভাপতিত্বে নগদ অর্থ, চাল, ডাল, তৈল, লবণ, পেয়াজ, আলু বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য সিংঅং খুমী, উপস্থিত ছিলেন রোয়াংছড়ি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মংটিং ওয়াইং মার্মা ও স্থানীয় ইউপি মেম্বার এবং আওয়ামীলীগের নেতা কর্মীরা।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে সিংঅং খুমী বলেন, আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ করে যাচ্ছেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মার্মা। তার নির্দেশনে আজ আমরা ২নং তারাছা ইউনিয়নের মুরুগো বাজারে নগদ অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করা করেছি। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে। হাজার মাইল দূর্গম পাহাড় এলাকায় নগদ অর্থ ও ত্রাণ বিতরণ পৌঁছে দেওয়া জন্য।