মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ” এর কার্যকরী কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি রুস্তম শাহরিয়ারের সভাপতিত্বে চট্টগ্রামে অনুষ্ঠেয় উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল গণি সিকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড.দীপংকর শ্রী জ্ঞান বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক নাছির উদ্দীন সিকদার, চট্রগ্রাম গণপূর্ত বিভাগের উচ্চমান সহকারী ছাবের আহমদ। সভায় উপস্থিত সকলের আলোচনার মাধ্যমে সকলের সম্মতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এম হামিদ হোছাইন, সিনিয়র সহ-সভাপতি অংক্যজাই রাখাইন, সহ-সভাপতি অলিদ উল আজিম, মোঃ ইউছুফ, এম আবুল হাশেম ও আয়ুব আলী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম নূরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রিদুয়ান ও মনছুর আলম, অর্থ সম্পাদক সুদত্ত বড়ুয়া,সহ অর্থ সম্পাদক বখতিয়ার উদ্দীন রুবায়েত, সাংগঠনিক সম্পাদক জয়প্রিয় বড়ুয়াসহ ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করে তা প্রকাশ করা হয়।