লামা প্রতিনিধিঃ
লামা ফাইতং উত্তর,দক্ষিণ ও মধ্যম বড় মুসলিম পাড়া সমাজ পরিচালনা কমিটির সর্দার নির্বাচন-২০২১
সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।
৪ জুন সকাল ৯টায় ফাইতং বাজারে ভোট প্রদান শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। এসময়ের ১৭৬ জন ভোটারের মধ্য থেকে ১৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সর্বোচ্চ ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুস শুক্কুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেলাল উদ্দিন পেয়েছেন ৪৯ ভোট।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন, রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী সাধারণ সম্পাদক ওমর ফারুক, নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিং মার্মা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দীন কোম্পানি সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নির্বাচিত এই সর্দার আগামী ৩ বছর দায়িত্ব পালন করবেন।