চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া ঢেমুশিয়ায় এক প্রবাসীর বসত বাড়ি দখলে নিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
ঢেমুশিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড জমিদার পাড়ার মৃত নুর আহমদের পুত্র প্রবাসী মোঃ রফিক অভিযোগ করে বলেন, ঢেমুশিয়া মৌজার বিএস৫১৪ নং খতিয়ানের বিএস ৩২৬০ দাগের ২৫ শতক বসত ভিটা ক্রয় সূত্রে তিনি মালিক।
প্রতিবেশী মৃত আবদুল মজিদের পূত্র নুরুল আলমের সাথে বসতভিটার সীমানা বিরোধ ছিল দীর্ঘ দিন ধরে।
গত ৬ এপ্রিল স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি হিসেবে পরিচিত শাহ আলম, আবুল কাশেম, আজমগীর মুছা, খুরশেদ ই আরমান রূপসা, মোস্তাক আহমদ, কাইছার হামিদ, শফি আলম ও কামাল উদ্দিন উপস্থিত থেকে বিরোধীয় উভয় পক্ষের সম্মতিতে সীমানা নির্ধারণ করে দেয়। হাসিমুখে দু’পক্ষই মেনে নিয়ে সীমানায় টিন দিয়ে সীমানা প্রাচীর দেওয়া হয়।
সীমানা নির্ধারণ হওয়ার পরের দিন মিথ্যা অভিযোগে নুরুল আলমের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে মোঃ রফিক ও তার স্ত্রী পুত্রদের নামে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, চকরিয়ায় একটি মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলায় বাদী আমেনা বেগম গত ৬ এপ্রিল সকালে তাকে মারধর সহ হামলা করেছে বলে উল্লেখ করলেও, সরেজমিনে এই প্রতিবেদক এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে হামলা বা মারামারির ঘটনার কোন সত্যাতা পাননি।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকুর সাথে মোটোফোনে কথা বলে জানা যায়, ঐ দিন উভয় পক্ষের সম্মতিতে এলাকার সম্মানিত লোকদের উপস্থিতিতে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছিল,যা আমি অবগত আছি। মারামারির বিষয়ে তিনি বলেন, মারামারির কোন ঘটনা এখানে ঘটেনি।
এ বিষয়ে বিরোধীয় পক্ষ নুরুল আলম জানান ৬ এপ্রিল আমি বিচারের সম্মতি দিইনি,জোর করে আমার সীমানার গাছপালা কেটে আমার স্ত্রী কে আহত করেছে।
প্রবাসী মোঃ রফিক ও তার পরিবার সাজানো মিথ্যা মামলায় হয়রানি ও রেহাই পেতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।