চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া পৌর এলাকায় গৃহপালিত মহিষ দিয়ে কৃষকের ধানের বীজতলা নষ্ট করে দেয়ার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ছেট আকৃতির প্রায় দেড় শতাধিক ম্যালেরিয়া (ইউক্লিপ্টার্স) ও কলাগাছ কেটে নষ্ট করে দেয়ার অভিযোগ উঠেছে। পৌরসভা ৫নং ওয়ার্ডের পালাকাটা খোন্দকার পাড়া এলাকায় ৮জুন সকাল ৮টা ও বিকাল ৩টার দিকে ঘটেছে এ ঘটনা।
অভিযোগে জানাগেছে, পালাকাটা খোন্দকার পাড়া গ্রামের মরহুম আবুল কাসেমের পুত্র বেলাল উদ্দিন কৃষি কাজ (চাষাবাদ) করে জীবিকা নির্বাহ করেন। ধানের চারা তৈরীর লক্ষ্যে ১৫কড়া জমিতে গত ১৫দিন পূর্বে বীজতলা সৃস্টি করেন। বীজতলার বয়স ২৫/৩০দিন পূর্ণ হলে উক্ত বীজতলা দিয়ে ২কানি জমিতে ধানের চারা রোপন করতেন। কিন্তু একই এলাকার মৌলভী নজরুল ইসলামের (প্রকাশ জঙ্গি নজরুল) ছেলে মিজবাহ ও মিশকাতের নেতৃত্বে ৮জুন সকাল ৮টায় কৃষক বেলাল উদ্দিনের ধানের বীজতলায় গৃহপালিত মহিষ ছেড়ে দিয়ে বীজতলা নষ্ট করে দেন। কৃষক বেলাল উদ্দিন এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে এদিন বিকাল ৩টার দিকে অভিযুক্ত মিজবাহ ও মিশকাতের নেতৃত্বে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করতে যায়। বেলাল উদ্দিনকে না পেয়ে তার জমিতে রোপিত ৫০টি ফলসহ কলাগাছ ও ৩মাস বয়সি শতাধিক ম্যালেরিয়া (ইউক্লিপ্টার্স) গাছ কেটে নষ্ট করে দেয়। ক্ষতিগ্রস্ত কৃষক বেলাল উদ্দিন জানান, অভিযুক্ত মিজবাহ ও মিশকাত বর্তমানেও হুমকি ধমকি অব্যাহত রেখেছে। এনিয়ে মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান এবং প্রশাসনের কাছে আইনী সহায়তা চেয়েছেন।