মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার।
পরিবর্তনের অঙ্গীকার নিয়ে চকরিয়া পৌরসভা নির্বাচনে কম্পিউটার প্রতীকে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা এডভােকেট ফয়সাল সিদ্দিকীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা স্থানীয় অভিজাত রেষ্টুরেন্ট রূপসী বাংলার কনভেনশন হলে ১৪ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন,
আমি নির্বাচিত হলে যেসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবো তার একটি বর্ণনা তুলে ধরা হলো —
♣️সবুজ, সুন্দর, নিরাপদ এবং সমৃদ্ধ আধুনিক চকরিয়া পৌরসভা গড়ে তুলতে একটি পাঁচ বছর মেয়াদী
টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করব।
♣️পৌরসভার প্রতিটি রাস্তা উন্নয়নে স্থানীয় বহুল প্রচারিত সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে স্বচ্ছতার সাথে স্বনামধন্য
ও দক্ষ ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং দুর্নীতি নির্মূল করা হবে।
♣️পৌরসভার জলাবদ্ধতা দূরীকরণের জন্য স্থায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
♣️আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশ নিয়ােগ। প্রতিটি ওয়ার্ডের
কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তি এবং মসজিদের ইমাম সাহেব এর সমন্বয়ে একটি সালিশ বাের্ড গঠন করা হবে।
♣️চিরিংগা রাস্তার দু’পাশে তীব্র যানজট নিরসন এবং ফুটপাত থেকে চাঁদাবাজি বন্ধ করে যানজট, চাঁদাবাজি,
সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গঠন করা হবে।
♣️ প্রতিটি পরিবারে একটি করে ডাস্টবিন থাকবে এবং প্রতিদিন ময়লা আবর্জনা সংগ্রহ করে বর্জ্য ব্যবস্থাপনা
নিশ্চিত করা হবে ।
♣️নাগরিকদের উন্নত ও আধুনিক চিকিৎসা নিশ্চিত করার জন্য পৌরসভার উদ্যোগে বিশেষায়িত হাসপাতাল,
ডায়াগনস্টিক সেন্টার এবং এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হবে।
♣️সন্তানদের সুশিক্ষা নিশ্চিতকরণের জন্য পৌরসভার উদ্যোগে আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে
তােলা হবে, যা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে।
♣️তরুণদের উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে এবং তথ্যপ্রযুক্তির
মাধ্যমে বিশ্বমানের ফ্রিল্যান্সার গড়ে তােলা, লাইব্রেরী স্থাপন এবং খেলাধুলা, সাংস্কৃতিক বিকাশ,
চিত্তবিনােদন সুযােগ সৃষ্টি করা হবে ।
♣️পৌরসভার নর্দমার পানি মাতামুহুরীতে যাওয়া বন্ধ করে দূষণ মুক্ত করা এবং মাতামুহুরী নদীকে কেন্দ্র
করে পর্যটন কেন্দ্র তৈরি করা, যেখানে শুধু তরুণদের কর্মসংস্থান সৃষ্টি নয়, নতুন উদ্যোক্তা তৈরি হবে।
প্রতিটি ওয়ার্ডে পুরুষ ও মহিলাদের জন্য পর্যাপ্ত সংখ্যক পাবলিক টয়লেট স্থাপন করা হবে ।
♣️সীমানা বৃদ্ধি করে চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পর্যন্ত পৌরসভার অন্তর্ভূক্ত করা হবে ।
নিবেদক –
এডভােকেট ফয়সাল সিদ্দিকী
স্বতন্ত্র মেয়র প্রার্থী
চকরিয়া পৌরসভা, কক্সবাজার।