চকরিয়া প্রতিনিধিঃ
করোনা ছড়ানোর আতংকে এলাকাবাসী
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারী নির্দেশ আমন্য স্বস্থ্যবিধি না মেনে ও কঠোর লকডাউনের মধ্যেও বৃহত্তম ইলিশিায় বাজারে গরুর হাট বসিয়েছে মাতামহুরী সাংগঠিনিক থানা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। দেশে সব কিছু অস্বাভিক হলেও ইলিশিয়া গরু বাজার যেন স্বাভিক!! এই নিয়ে এলাকার সাধারণ জনগণ ও সচেতন নাগরিকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
স্থানীয় এলাকাবাসীও যুবলীগ নেতা এডভোকেট রবিউল এহেছান লিটন জানান এটি উত্তর ও দক্ষিণ চট্রগ্রামের সর্ব বৃহৎ গরু বাজার হওয়ায় বিভিন্ন উপজেলা থেকে গরু নিয়ে এই বাজারে বিক্রি করার জন্য জমায়েত হয়। সেহেতু পুরো কক্সবাজার জেলায় করোনা ছড়ানোর আশংকা থাকে বেশি। তিনি আরো বলেন, সব কিছু বন্ধ করলে কি হবে যদি গরু বাজারে হাজার হাজার মানুষ ও গরু এনে বিক্রি করে এসব লকডাউন দিয়ে কোন লাভ নেই।
বাজারের ইজারাদার ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার কাছে বাজার বসানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনের সাথে কথা বলে স্বাস্থ বিধি মেনেই বাজার বসানো হয়েছে।
ইলিশিয়া গরুর বাজার বসানোর বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ বলেন, গরু-ছাগলের হাঠ/ বাজার বিষয়ে সরকারি প্রজ্ঞাপনে কোন বিধি নিষেধ নেই। তবে স্বাস্থ্য বিধি মেনে সরকারের ঘোষিত সময়ের মধ্যে বাজার সমাপ্ত করতে হবে। এর ব্যাতিক্রম হলে প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হবে।