চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় লকডাউনে অহসায় দরিদ্র রোগিদের মাঝে বিনামূল্যে ঔষধ ও মাস্ক বিতরণ করছেন উপজেলা ছাত্রলীগের মানবিক ছাত্রনেতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসাইন (বুলেট ফারুক)। ১০ জুলাই দুপুর ২ টায় পৌরসভার ভাঙ্গারমুখ স্টেশনে এই কার্যক্রম শুরু হয়ে প্রায় ১০০ জন রুগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে।
ছাত্রনেতা ফারুক হোসাইন বলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশনায় করোনাকালীন অসহায় মানুষের সহায়তায় এ উদ্যোগ নিয়েছেন। তা সরকার ঘোষিত লকডাউন পর্যন্ত চালু থাকবে।
ডাঃ বিপ্লব চৌধুরী আগত রুগীদের চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ঔষধ ফ্রী/বিনামূল্যে প্রদান করেন।
এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, যুবলীগ নেতা এহেছানুল হক, রুহুল আমিন মেম্বার, শাহা আলম, ছাত্র লীগ নেতা নয়ন, মিনহাজ, সোহাগ, গিয়াস উদ্দিন, তারেক, আরিফ, মামুন, পাভেল, স্বাধীন প্রমূখ।