চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
চকরিয়া কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের গ্রাহকের সাথে প্রতারনা করার অভিযোগ উঠছে।
কন্ডিশনে মালামাল বুকিং নিয়ে দশ দিন পার হলে ও কন্ডিশনের টাকা তো দূরের কথা কাস্টমার কে পার্সেল পর্যন্ত ডেলিভারি দিতে পারে নি৷ অথচ গ্রাহক থেকে চড়া দামে পার্সেল বুকিং নিছে। কয়েকজন গ্রাহক ফোন করতেছে আর চকরিয়া অফিসের ম্যানেজার ফোন ধরতেছে না।এই ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান ভুক্তভোগী গ্রাহকেরা।ভুক্তভোগী গ্রাহক জাতীয় দৈনিক লাখোকন্ঠ পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি ও প্রতিদিনের কক্সবাজার ২৪ এর সম্পাদক ইমতিয়াজ মাহমুদ ইমন বলেন আজ থেকে দশ দিন আগে কুমিল্লার লাকসাম এবং চট্টগ্রামে পটিয়াতে দুই টা পার্সেল কন্ডিশনের মাধ্যমে পাঠিয়েছি। আজ দশ দিন অতিবাহিত হলে ও আমার কন্ডিশনের টাকা তো দূরের কথা পার্সপল গুলো কোথায় তারা সঠিক বলতে পারতেছে না। যেখানে আমরা সাংবাদিক হয়ে হয়রানির শিকার হচ্ছি সেখানে সাধারণ মানুষ তো প্রতিনিয়ত প্রতারনার স্বীকার হচ্ছে তাদের কাছে।তিনি আরো জানানা চকরিয়া এজেন্টে দায়িত্বরত লোকটাকে ফোন করলে কোন রেসপন্স ই করে না।এ ব্যাপারে রাতেই আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন বলে জানান সাংবাদিক ইমতিয়াজ মাহমুদ ইমন।