চকরিয়া কক্সবাজার প্রতিনিধিঃ
চকরিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হলেন পিতা পূত্র।
ঘটনাটি ঘটেছে ২২ অক্টোবর সন্ধ্যায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের নিচের বাজারের রাসেলের ফিশারীতে।
এ ঘটনায় ২৫ অক্টোবর আহত ছলিম উল্লাহর স্ত্রী হাছিনা বেগম বাদী হয়ে সাইফুল ইসলাম পুতুকে প্রধান আসামী করে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সন্ধ্যায় ডুলাহাজারা বাজারে যৌথ ব্যবসায়ীক লেনদেন সংক্রান্ত হিসাব-নিকাশের এক পর্যায়ে বাদীর স্বামী ও সন্তানকে হত্যার উদ্দেশ্যে বিচারকের সামনে সাইফুল ইসলাম পুতু ও মঞ্জুর আলমের নেতৃত্ব অজ্ঞাত নামা ৮/১০ সন্ত্রাসী দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে পরিকল্পিত হামলা করে বাদীর স্বামী ও ছেলেকে মারাত্মক জখম করে। জখমীদের শোর চিৎকারে লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এজাহারে বাদী আরও উল্লেখ করেন আসামীরা এক পর্যায়ে আহতদের পকেটে থাকা নগদ ৬২ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয়।
অপরদিকে সন্ত্রাসীরা মারধর করে বাদী পক্ষকে আহত করলেও বিবাদীরা নিজে নিজেদের আহত করে চকরিয়া থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন আহত মোঃ ছলিম উল্লাহ ।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোন মুহূর্তে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘটনায় বাদীপক্ষ সুষ্ঠু বিচারের আশায় সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওসমান গণি বলেন, মারামারির ঘটনায় একটি এজাহার পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।