চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরহান মাহামুদ রুবেল একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ৩ টায় মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চে দাড়িয়ে তার বিরুদ্ধে করা ২০১৯ সালের জিআর ২০১/১৯ মামলায় জামিন লাভ করেছে।
রুবেল বলেন, ২০১৯ সালে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন জেলা ছাত্রলীগের তৎকালীন সদস্য মোঃ তারেকুল ইসলামের সহিত রাজনৈতিক ভূল বুঝাবুঝির একটা মামলা ছিলো। এতদিন এই মামলাটি আপোষ মিমাংসার প্রক্রিয়াধীন থাকায় আইনগতভাবে ফয়সালা করা হয় নাই।
যেহেতু এই মামলার ইস্যু নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে, তাই সেটা সমাধানের অংশবিশেষ হিসেবে আজকের আইনি প্রক্রিয়ায় জামিন লাভ করা।
এদিকে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আসন্ন সম্মেলনে সভাপতি পদ প্রত্যাশী ছাত্র নেতা আরহান মাহমুদ রুবেলের জামিনের খবরে তৃণমূলে প্রাণ ফিরে পেয়েছে।
চকরিয়া উপজেলা ছাত্রলীগের আসন্ন সম্মেলনে একটি নির্ভেজাল আওয়ামী পরিবারের দক্ষ ও কর্মী বান্ধব নেতৃত্বের প্রহর গুনছে। এই নিয়ে তৃণমূলের উচ্ছ্বাস ও উত্তেজনা তৈরী হয়েছে বলে মনে করেছে অনেক ছাত্র নেতারা।