চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
“পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত” এই স্লোগানকে সামনে রেখে চকরিয়ায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠানে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম সেবা বলেন, পুলিশের প্রধান কাজ হলো জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া।
চকরিয়া থানা চত্বরে ৭ মে সকালে অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম সেবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল আলম, চকরিয়া উপজেলা বিট পুলিশিং এর সভাপতি ও সুরাজপুর মানিক পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, সাধারণ সম্পাদক ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন, সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ, চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী, ঢেমুশিয়ার চেয়ারম্যান মঈনুদ্দিন চৌধুরী, খুটাখালী আওয়ামী লীগ নেতা বেলাল আজাদ, কাকারা ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী, হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাজিফুল মোস্তফা পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, কাউন্সিলর ফারহানা ইয়াসমিন, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর নুরুস শফি প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম সেবা বলেন, মাদক, ইভটেজিং, কিশোরগ্যাং এগুলো সমাজের কিট, এদের শক্ত হাতে দমন করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও প্রতিটি ওয়ার্ড পর্যায়ে মাদক সেবী ও মাদক বিক্রেতাদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন পুলিশকে। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া পুলিশের প্রধান কাজ উল্লেখ করে তিনি ভালো কাজে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের কাছে আহবান করেন।#